বর্তমানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পাশাপাশি ইমেইল মার্কেটিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশ্বের ছোট-বড় সকল কোম্পানি ইমেইল মার্কেটিংয়ের মাধ্যমে কাস্টমারের কাছে নতুন নতুন অফার পিছিয়ে দেয়। লিড জেনারেশন ক্ষেত্রে ইমেইল মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পোস্টটি সম্পর্ন পড়ার পর আপনি ইমেইল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জন্যে পারবেন এবং এই পোষ্টটি আপনাকে হেল্প করবে দক্ষ ইমেইল মার্কেটার হওয়ার জন্য।
ইমেইল মার্কেটিং কি ? (What Is Email Marketing)-
যেকোনো পন্য বিক্রির করার জন্য ই-মেইলের মাধ্যমে প্রচার করার প্রকিয়া কেই ইমেইল মার্কেটিং বলা হয় । আরো সহজে বলতে গেলে ইমেইল মার্কেটিং ডিজিটাল বিজ্ঞাপন কৌশল। একজন ইমেইল মার্কেটার ইমেইল মার্কেটিং করার জন্য বিভিন্ন উপায়ে কাস্টমারের ইমেইল কালেক্ট করে তারপর ক্যাম্পিং এর মাধ্যমে এক ক্লিকে তার প্রোডাক্ট এর বিজ্ঞাপন কাস্টমারের কাছে পৌঁছিয়ে দেয়।
ইমেইল মার্কেটিং বা ইমেল বিজ্ঞাপন গুরুত্ব-
অল্প সময়ে CPA অথবা আফিলিয়েট মারকেটিং করে অনলাইন থেকে আয় করার জন্য ইমেইল মার্কেটিং অত্যান্ত গুরুত্বপর্ণ। ইমেইল মার্কেটিং এর মাধ্যমে অল্প সময়ে আপনি লক্ষ্য লক্ষ্য মানুষের কাসে আপনার অফার বা সার্ভিস পৌঁছিয়ে দিতে পারবেন। Email Marketing এর মাধ্যমে প্রোডাক্ট এর বিক্রয় বাড়ানো যায় । অল্প সময়ে ওয়েবসাইটে বেশি বেশি ভিজিটর পাওয়া যায়। নতুন গ্রাহকদের জন্য ফেইসবুক, টুইটারের, লিংকডইন বা ইন্সট্রাগ্রাম মার্কেটিং আর চেয়ে ইমেইল মার্কেটিং অনেক গুণ বেশি কার্যকর বলে প্রমাণিত।
কিভাবে ইমেইল মার্কেটিং শুরু করবেন ?
প্রথমেই ঠিক করুন আপনি পণ্যের বিক্রি বাড়াতে চান ? ব্রান্ড সম্পর্কে বেশি মানুষকে জানাতে চান ? আপনার ওয়েবসাইটে ভিজিটর আনতে চান ? না লিড জেনারেশন করতে চান ? মনে করুন আমি ইমেইল মার্কেটিং এর মাধ্যমে গেমিং নিয়ে লিড জেনারেশন করব। ইমেইল মার্কেটিং শুরু করার জন্য প্রথমে টার্গেটেড কাস্টমারদের ইমেইল লিস্ট প্রয়োজন। গেমারদের ইমেইল লিস্ট খুঁজে বের করার জন্য আমরা চলে যাব google.com . এর পর আমরা প্যারামিটার ব্যবহার করবে সার্চ করবে প্রথমে আমরা gmail.com যার ইমেইল খুঁজে বের করবো যেকোন আমরা সার্চ বাক্স এ লিখ “@gmail.com” “game”
“@gmail.com”: এটা দিয়ে গুগলকে বললাম হে গুগল তুমি আমাকে এমন কিসু রেজাল্ট দেখাও যেখানে @gmail.com যুক্ত রয়েসে। “game”: এটা দিয়ে গুগলকে বললাম হে গুগল তুমি আমাকে এমন কিসু রেজাল্ট দেখাও যেখানে @gmail.com এর সাথে game শব্দ যুক্ত রয়েসে। প্রথম পেজে গুগল ১০ টা রেজাল্ট দেখাচ্ছে। যেকোন আমরা গুগল কে বলে দিবো গুগল তুমি আমাকে ১০০ টা রেজাল্ট দেখাও। এর জন্য আমরা Settings এ ক্লিক করবো তারপর Search Settings ক্লিক করবো।
তারপর Results per page ১০ থেকে ১০০ করে দিবো। তারপর সেভ করে ফেলবো।
এবার আমরা মিন পেজে চলে যাবো তারপর সবগুলো রেজাল্ট একটা সিলেক্ট করে কপি করবো এবং রেজাল্ট থেকে ইমেইল বের করবো যার জন্য আমরা একটা Email Extractorব্যবহার করবো যার নাম Surf7 এই সাইট এ ভিজিট করে Input Window বাক্স এ আমাদের কপি করা লিখা পেস্ট করে দিবো।
এর পর Extract এ ক্লিক করবো। Extract এ ক্লিক করার পর দেখতে পাব
Output Window নামে পাশের বাক্স এ সব ইমেইল Extract হয়েসে নিচের বাক্স এ দেখতে পাব কত গুলো ইমেইল আমরা পেয়েসি। এভাবে আমরা বিভিন্ন কিওয়ার্ড ব্যবহার করে লক্ষ লক্ষ ই-মেইল কালেক্ট করতে পারব খুব অল্প সময়য়ে। নিচে কিছু উদাহরণ দিলাম-
- “@gmail.com” “enter your keyword”
- “@yahoo.com” “enter your keyword”
- “@hotmail.com” “enter your keyword”
- “@protonmail.com” “enter your keyword”
- yandex.com” “enter your keyword”
এখন প্রশ্ন হচ্ছে আমরা অসংখ্য ইমেইল কালেক্ট করলাম এখন আমি কি একটা একটা করে ইমেইল সেন্ড করব ? অবশ্যই না, কারণ হাজার হাজার মেইল পাঠাতে পারবেন না অল্প সময়ে। অল্প সময়ে হাজার হাজার মেইল পাঠানোর জন্য আপনাকে অবশই ভালো কোন ইমেইল মার্কেটিং প্রোভাইডারের সাহায্য নিতে হবে। নিচে কিসু ইমেইল প্রোভাইডারের লিস্ট দিলাম-
সেরা ইমেইল প্রোভাইডার সার্ভিস –
- Mailchimp
- GetResponse
- ConvertKit
- HubSpot
- AWeber
- Drip
- Omnisend
- SendinBlue
- Moosend
- Constant Contact
আপনি আপনার কোম্পানির জন্য যেকনো একটা ইমেইল প্রোভাইডারের ব্যবহার করতে পারেন। লিস্ট এর সকল ইমেইল প্রোভাইডার জনপ্রিয়। আমি Mailchimp ব্যবহার করে দেখাবো Mailchimp.com এ আসার পর
ক্লিক করবো Sign Up Free .
এখন সব তথ্য দিয়ে Sign Up এ ক্লিক করবো। একাউন্ট তৈরি শেষ হলে Account Set Up করতে হবে। একাউন্ট করা সম্পর্ণ হওয়ার পর আমরা যেসব ইমেইল কালেক্ট করেছি সেগুলোকে Mailchimp যুক্ত করতে হবে। Mailchimp ইমেইল যুক্ত করার জন্য Audience আইকন থেকে All contacts এ ক্লিক করবো
তারপর Add contacts থেকে Import contacts এ ক্লিক করবো
এখন Copy and paste ওপশন সিলেক্ট করুন
এর পর কপি করা ইমেইল গুলো পেস্ট করুন তারপর Continue to Organize এ ক্লিক করুন
তারপর Continue to Tag এ ক্লিক করুন
এর পর বাক্স এ একটা নাম দিয়ে Continue To Match এ ক্লিক করুন
লাস্ট স্টেপ এ Finalize Import লিখতে ক্লিক করুন
সব শেষে আমাদের ক্যাম্পিং তৈরি করার পালা। এবার হোম পেজ থেকে কলম এর আইকন এ ক্লিক করে ইমেইল এ ক্লিক করুন
এর পর একটি Campaing Name দিয়ে begin এ ক্লিক করুন। এর ইমেইল এর একটি Subject দিবো Subject অ্যাড করার জন্য add Subject এ ক্লিক করে আকর্ষণীয় একটি Subject দিন।
এরপর Design Email এ ক্লিক করুন তারপর Classic Builder এ ক্লিক করুন
এর পর আপনার মনের মতো করে Design করুন তারপর কন্টিনিউ এ ক্লিক করুন সর্বশেষে send এ ক্লিক করুন তারপর send now এ ক্লিক করে ইমেইল সেন্ড করে দিন।
ধন্যবাদ সবাইকে নিওমিত ইমেইল মার্কেটিং এর উপর টিপস এন্ড ট্রিক্স পেতে আমাদের সাথে থাকুন।