এসইও শিখুন সম্পূর্ণ বাংলায়। গুগলে প্রথম পেজে নিয়ে আসুন ওয়েবসাইট
এসইও কি (What is SEO)?
এসইও শব্দের অর্থ সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান। সার্চ ইঞ্জিন কি ? সার্চ মানে কোন কিছু অনুসন্ধান করা এবং ইঞ্জিন বলতে সাধারণত কোন যন্ত্র বা মেশিন কে বুঝাই । সার্চ ইঞ্জিন হল কোন তথ্য অনুসন্ধান করার মেশিন। বর্তমানে জনপ্রিয় কিছু সার্চ ইঞ্জিন হল Google, Bing, Yahoo ইত্যাদি। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন হলো গুগল। মনে করুন এখন আমি Food panda সম্পর্কে জানতে চাচ্ছি। Food panda সম্পর্কে কোন তথ্য অনুসন্ধান করার জন্য চলে যাব নির্দিষ্ট কোন সার্চ ইঞ্জিনে। উদাহরণ স্বরূপ আমরা গুগলকে ব্যবহার করব গুগলে যাওয়ার পর সার্চ করলাম Food panda লিখে।
Food panda হলে একটি শব্দ যাকে বলা হয় কিউওয়ার্ড। কীবোর্ড লিখে সার্চ করার পর গুগোল আমাকে লক্ষ্য লক্ষ্য রেজাল্ট একটার পর একটাকে দেখালো। সকল সার্চ ইঞ্জিনের একটি নির্দিষ্ট অ্যালগরিদম রয়েছে। অ্যালগরিদম মেনে একটি তথ্যকে গুগলে যুক্ত করে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের অনুসন্ধান ফলাফলের তালিকায় প্রথম দিকে দেখানোর চেষ্টা করার পদ্ধতি হলো এসইও।
এসইও কত প্রকার ও কি কি (Types of SEO) ?
এসইও সাধরণত ২ ধরুনের হয়ে থাকে যথা: পেইড এসইও এবং অর্গানিক এসইও।
পেইড এসইও কি (What is Paid SEO):
অনেক সময় গুগল এ সার্চ দিলে এ ধরুন এর ফলাফল দেখা যায় ওপরের ছবিতে দেখুন। টাকা খরচ করে গুগলের বিজ্ঞাপন দিয়ে ১ম পেজে কনটেন্ট নিয়ে আসায় হলো পেইড এসইও। এক কথায় টাকা দিয়ে ক্লিক বা ট্রাফিক ওয়েবসাইট নিয়ে আসা।
অর্গানিক এসইও কি (What is Organic SEO): অর্গানিক এসইও বলতে বুঝায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সকল রকম অ্যালগরিদম মেনে একটি কনটেন্ট কে সার্চ ইঞ্জিনের প্রথম পেজ দেখানোর চেষ্টা করা হচ্ছে অর্গানিক এসইও। এক কথায় বলতে গেলে কোন প্রকার টাকা পয়সা খরচ না করে সার্চ ইঞ্জিন থেকে ট্রাফিক নিয়ে আসায় হলো অর্গানিক এসইও । অর্গানিক এসইও হলো ২ প্রকার ১.অন পেজ এসইও ২. অফ পেজ এসইও
অন পেজ এসইও কি (What is ON Page SEO): অন পেজ এসইও বা অন পেজ অপটিমাইজেশন হলো আপনার ওয়েবসাইট এর ভিতরে বা ওয়েব পেজের মধ্যে সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম মেনে একটি ওয়েব পেজ কে টপ পজিসনে নিয়ে আসার জন্য যে কাজ গুলি করা হয় তাকে অন পেজ এসইও বা অন পেজ অপটিমাইজেশন বলা হয়। অন পেজ অপটিমাইজেশনে অনেক গুলি ভাগ রয়েসে তা নিচে উল্লেখ করা হলো
- কিওয়ার্ড রিসার্চ (Keyword Research):
- ইউআরএল অপটিমাইজেশন (URL Optimization)
- টাইটেলে কিওয়ার্ড যুক্ত করা (Use Keyword in Tittle)
- ইমেজ অলটার ট্যাগ (Image Alter Tag)
- ইমেজ অপটিমাইজেশন (Image Optimization)
- ছোট ছোট প্যারাগ্রাফ(Short Paragraph)
- H1, H2 ও H3 ট্যাগে কিওয়ার্ডের ব্যবহার (Use of Keyword in H1, H2, and H3)
- ইন্টারনাল লিংক (Internal Link)
- এক্সটারনাল লিংক (External Link)
- কিওয়ার্ড ডেনসিটি (Keyword Density)
অফপেইজ এসইও কি (What is off page SEO): অফপেইজ এসইও বা অফপেইজ অপটিমাইজেশন হলো আপনার ওয়েবসাইট কে সম্পন্ন রেডি করার পর প্রচারের বা মার্কেটিং করার জন্য যা যা করা দরকার তাই হচ্ছে অফপেইজ। আরো সহজ ভাবে জেনে নিই নিজের ওয়েবসাইট এর কোনো লিংক কে অন্য কোনো ওয়েবসাইট শেয়ার করে ট্রাফিক ওয়েবসাইট নিয়ে আসাকেই অফপেইজ অপটিমাইজেশন বলা হয়. উদাহরণ স্বরূপ আমার ওয়েবসাইটের একটি লিংক কে ফেইসবুকের কেন গুরুপ এ পোস্ট করলাম এবং সেই পোস্ট টি দেখে কিসু মানুষ লিংকে ক্লিক করে ওয়েব সাইট ভিজিট করলো।
- ব্যাকলিংক (Backlink)
- লিংক বিল্ডিং (Link Building)
- ওয়েব ২.০ (web 2.0)
- সোশ্যাল শেয়ার (Social Share)
- গেস্ট পোস্টিং (Guest Posting)
- ফোরাম পোস্টিং (Forum Posting)
- ইমেল মার্কেটিং (Email Marketing)
- ব্রোকেন লিংক (Broken Link)
- ডকুমেন্ট শেয়ারিং (Document Sharing)
- ইনফোগ্রাফিক সাবমিশন (Infographic Submission)
কিভাবে এসইও করবেন ?
চলুন জেনে নিই কিভাবে এসইও করতে হয়। উদাহরণস্বরূপ আমরা ইউজ করব ওয়ার্ডপ্রেস এবং Google Search Console । ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট এডমিন এ লগইন করার পর plugins থেকে add new এ ক্লিক দিবো Search box এ Yoast SEO লিখে Search দিব
Install Now এ ক্লিক করে Install করবো
Install হওয়ার পর Active এ ক্লিক দিয়ে Active করে নিলাম।
সাইডবার থেকে SEO তে ক্লিক করলাম। Start SEO data optimization ক্লিক করে
SEO করার জন্য ওয়েবসাইট কে optimization করে ফেললাম।
যেকোনো সাইটে SEO করার জন্য ওয়েবমাস্টার টুলস এ যুক্ত করতে হবে ওয়েবসাইট। চলুন আমরা Google Search Console এ ওয়েব সাইট অ্যাড করে ফেলি। Google Search Console আসার পর আমাদের ডোমেইন অথবা সাব-ডোমেইন কে যুক্ত ফেলবো।
Google Search Console ডোমেইন যুক্ত করার পর ownership Verify করে নিবো।
এখন আমরা একটি পোস্ট এ SEO করবো। পোস্ট করার জন্য পোস্ট সেকশন থেকেএড নিউ এ ক্লিক করব।
নির্দিষ্ট একটি কিওয়ার্ড কে ফোকাস করে একটি টাইটেল দিবো।
এর পর Permalink অপটিমাইজ করে নিবো।
Permalink অপটিমাইজ করার জন্য edit এ ক্লিক করবো। কিওয়ার্ড কে ফোকাস করে একটি Permalink তৈরি করে ফেলবো ।
তারপর ইডিটিং বক্স এ সম্পন্ন পোস্ট লিখে ফেলবো । লিখা শেষ হওয়ার পর এসইও এর জন্য অপ্টিমাইজেশন করবো।
প্রথমে ইডিটিং বক্স এর নিচ থেকে Yoast SEO সেকশোনে Focus keyphrase কে যুক্ত করে দিবো।
তারপর এসইও টাইটেল এবং 156 characters এর মধ্যে Meta description দিয়ে দিব কিওয়ার্ড কে রেখে ।
চলুন এক নজরে দেখে নিই কোথাই কিভাবে এসইও টাইটেল এবং Meta description দেখাবে।
- ছোট ছোট প্যারাগ্রাফ তৈরি করবো এবং প্রথম প্যারাগ্রাফে কিওয়ার্ড রাখবো।
- Image alt attributes: যে কোনো Image আপলোড করার সময় Alt Text এ কিওয়ার্ড দিতে হবে।
H1, H2 ও H3 ট্যাগ ব্যবহার করা এবং H1, H2 ও H3 ট্যাগে কিওয়ার্ডের যুক্ত করা। ওয়েব পেজে ইন্টারনাল লিংক যুক্ত করা। যেকোন প্রশ্ন হলো ইন্টারনাল লিংক কি ? ইন্টারনাল লিংক হলো আপনার ওয়েবসাইটের একটা পেজে অন্য একটা পেজার লিংক যুক্ত করা। ওয়েব পেজে এক্সটারনাল লিংক যুক্ত করা। এক্সটারনাল লিংক হলো আপনার ওয়েবসাইটের একটা পেজে অন্য একটা ওয়েবসাইটের পেজার লিংক যুক্ত করা।
কিওয়ার্ড ডেনসিটির দিকে লক্ষ্য রাখা। কিওয়ার্ড ডেনসিটি কি ? কিওয়ার্ড ডেনসিটি হলো ফোকাস কিওয়ার্ড এর ঘনত্ব। মনে করুন আপনার ওয়েবসাইটের একটা পেজে ১০০ ওয়ার্ড এর একটা ব্লগ আছে এবং ফোকাস কিওয়ার্ড রয়েসে ৩ বার তাহলে কিওয়ার্ড ডেনসিটির হলো ৩% . আপনি ব্লগ এ কিওয়ার্ড ডেনসিটি ১-২% রাখার চেষ্টা করুন।
অন পেজ SEO শেষ এখন আমরা অফ পেজ SEO করবো
সোশ্যাল শেয়ার :- ব্লগ পাবলিশ করার পর সেটাকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার ফলে সোশ্যাল মিডিয়া থেকে ইমিডিয়েটলি কিসু ভিজিটর পাবেন।
গেস্ট পোস্টিং: গেস্ট পোস্টিং হলো অন্য করো ওয়েবসাইট ব্লগ লিখা বা পোস্ট করা । গেস্ট পোস্টিং করে অন্য ওয়েবসাইট থেকে খুব সহজে দ্রুত সময়ে অনেক ভিজিটর পাবেন।
ফোরাম সাইট: বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা বা পশ্নোর উত্তর দেয়ার সাইট গুলো কে ফোরাম সাইট বলা হয়। মনে করুন আপনার ওয়েবসাইটে ইউটুব থেকে ইনকাম নিয়ে একটা পোস্ট রয়েসে। একজন মানুষ একটি ফোরাম সাইটে প্রশ্ন করলো কিভাবে ইউটুব থেকে ইনকাম করা যায় এবং আপনি তাকে উত্তরে আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে দিলেন আর এটিই হলো ফোরাম পোস্টিং।
ব্যাকলিংক: SEO জন্য গুরুত্বপূর্ণ হলো ব্যাকলিংক। ব্যাকলিংক হলো একটি ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে প্রবেশ করার লিঙ্ক।ধরুন আপনার ওয়েবসাইটের লিংক বা কোনো পেজের লিংক অন্য একটি ওয়েবসাইটে যুক্ত আসে এটি হলো আপনার ওয়েব সাইটের ব্যাকলিংক।
লিংক বিল্ডিং : এক কথাই বলতে গেলে গেলে লিংক বিল্ডিং হচ্ছে এমন এক প্রক্রিয়া যার দ্বারা আপনি আপনার ওয়েব সাইটের লিংক অন্য ওয়েবসাইট এ যুক্তকরা ।
আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পোস্টটি পড়ে মোটামুটি এসইও শিখে নিয়েছেন। কোন কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করুন। পরবর্তীতে এসইও নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব।