ব্যাকলিংক (Backlink) কি এবং কিভাবে তৈরি করবেন
ব্যাকলিংক কি (What is Backlink):
একটি ব্যাকলিংক হল একটি ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটের যাওয়ার লিঙ্ক। যদি কেউ তার ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট কে লিঙ্ক করে, তবে এটি আপনার একটি ব্যাকলিংক । এখন প্রশ্ন হলো অন্য ওয়েবসাইট কেন আপনাকে ব্যাকলিংক দিবে ? মনে করুন আপনার ওয়েবসাইট এসইও নিয়ে একটি সম্পর্ণ পোস্ট রয়েসে এবং সেই পোস্ট গুগল এর প্রথম পেজে রয়েসে, example.com তার ওয়েবসাইটে এসইও নিয়ে একটি পোস্ট করলো এবং সে বললো এসইও সম্পর্কে বিস্তারিত জন্য yourlink.com এ ক্লিক করুন এভাবে ব্যাকলিঙ্ক পেয়ে যাবেন অন্য ওয়েবসাইট থেকে। ব্যাকলিংক তৈরি করার আরো অনেক পদ্ধতি রয়েছে।
উচ্চমানের ব্যাকলিংক গুলি আপনার ওয়েবসাইটে অনুসন্ধান ইঞ্জিনের ফলাফলগুলিতে দৃশ্যমান অবস্থান বা র্যাঙ্কিং বাড়াতে সহায়তা করবে। এই পোস্ট সম্পর্ন পড়লে জানতে পারবেন ব্যাকলিংক তৈরি করার পদ্ধতি, ব্যাকলিংক কত প্রকার, ব্যাকলিংক গুরুত্বপূর্ণ কেন ইত্যাদি।
ব্যাকলিংক গুরুত্বপূর্ণ কেন এসইওর জন্য ?
র্যাঙ্কিং: আমরা সবাই জানি গুগল একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন। গুগলের মতো অনুসন্ধান ইঞ্জিনগুলি ব্যাকলিংক কে আত্মবিশ্বাসের ভোট বা রেফার লিংক হিসাবে দেখে। এক কথাই বলতে গেলে, আপনার
ওয়েবসাইট এর যত বেশি ভোট বা রেফার লিংক রয়েছে, আপনার ওয়েবসাইট অনুসন্ধান অনুসন্ধান গুলিতে ততবেশি র্যাঙ্ক করবে।
রেফারেল ট্র্যাফিক: যখন কেউ আপনার ওয়েবসাইটের একটি লিংকে ক্লিক করে আপনার ওয়েবসাইট প্রবেশ করবে সেটিকে বলা হয় রেফারেল ট্র্যাফিক , আপনার ব্যাকলিংক এ কেও ক্লিক করলে আপনি রেফারেল ট্র্যাফিক পাবেন। এভাবে আপনার ট্র্যাফিক বাড়বে।
ব্যাকলিংক কত প্রকার:
ব্যাকলিংক ২ প্রকার যথা: নো-ফলো ও ডু-ফলো ব্যাকলিংক।
নো-ফলো (Nofollow): nofollow backlink সার্চ ইঞ্জিন বটকে বলে দেয় যে আমার ওয়েবসাইট এই লিংক এর কেন মূল্য নেই , সুতরাং নো-ফলো ব্যাকলিংক ওয়েবসাইট র্যাঙ্কিং করতে সহায়ক নয়।
ডু-ফলো (Dofollow): প্রত্যেকে চায় dofollow backlink. এই ধরনের ব্যাকলিংক ওয়েবসাইট র্যাঙ্কিং করতে সহায়ক। ডু-ফলো ব্যাকলিংক এমন একটি এইচটিএমএল বৈশিষ্ট্য যা সার্চ ইঞ্জিন বটকে অনুসরণ করতে অনুমতি দেয়।
কিভাবে ব্যাকলিংক তৈরি করবেন:
Backlink তৈরি করার অনেক উপায় রয়েছে। যেহেতু ব্যাকলিংক এসইওর জন্য অনেক গরুত্বপর্ন তাই সঠিক ভাবে ব্যাকলিংক তৈরি করতে হবে। ম্যানুয়ালি ব্যাকলিংক তৈরি করার সময় লক্ষ্য রাখবেন ভালো মানের ওয়েবসাইট থেকে ব্যাকলিংক তৈরি করতে। মনে রাখবেন, যে ওয়েবসাইট থেকে ব্যাকলিংক তৈরি করবেন ওই ওয়েবসাইট যেন আপনার নিশ রিলেটেড হয়। নিশ রিলেটেড ব্যাকলিংক তৈরি না করলে লাভ নেই, এর ফলে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং কমতে পারে। চলুন এবার আমরা ব্যাকলিংক তৈরির কিসু পদ্ধতি শিখে নিই।
অতিথি লেখক (Guest Blogging): অতিথি লেখক কি ? অতিথি লেখক বলতে বোঝাই আপনি অন্য মানুষের ওয়েবসাইটে লিখালিখি করবেন। আপনি আপনার ওয়েবসাইটে যেমন ব্লগ পাবলিশ করেন তেমনি অন্যের ওয়েবসাইটের ভিজিটর দের জন্য ব্লগ লিখবেন। Guest Blogging করার জন্য অনলাইন অনেক ওয়েবসাইট পাবেন , এছাড়া আপনার নিশ রিলেটেড ওয়েবসাইট খুঁজে বের করে তাদের সাথে যোগা যোগ করে ব্লগ পাবলিশ করতে পারেন। ওয়েবসাইটের মালিক দের সাথে যোগাযোগ করার জন্য ওয়েবসাইটে contact form বা ইমেলে পেয়ে যাবেন। ব্লগ পাবলিশ করার সময় ব্লগে আপনার লিংক যুক্ত করে দিবেন, আর এই ভাবে ভালো মানের backlink তৈরি করতে পারবেন।
প্রোফাইল ব্যাকলিংক (Profile Backlink): Backlink তৈরি করার একটি চমৎকার কৌশল হলো প্রোফাইল ব্যাকলিংক। ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিংকডইন, ইউটুব ইত্যাদি সোসিয়াল মিডিয়াতে আপনার ওয়েবসাইটের লিংক যুক্ত করতে পারেন। আসারাও গুগল এ যদি আমরা সার্চ করি ‘Profile Backlink Site list’ লিখে
তাহলে আমরা লক্ষ্য লক্ষ্য রেজাল্ট দেখতে পাবে এবং সেই ওয়েবসাইট গুলোতে প্রবেশ করে আপনি আপনার ওয়েবসাইটের জন্য ব্যাকলিংক তৈরি করতে পারবেন। তবে ব্যাকলিংক তৈরি করার সময় খেয়াল রাখবেন আপনার নিশ রিলেটেড ওয়েবসাইট থেকে প্রোফাইল ব্যাকলিংক তৈরি করতে।
কমেন্ট ব্যাকলিংক: কমেন্টের মাধ্যমে হাই কোয়ালিটি ব্যাকলিংক তৈরী করা যায়। কমেন্টের মাধ্যমে Backlink তৈরি গুগল থেকে আপনার নিশ রিলেটেড ওয়েবসাইট খুঁজে বের করে প্রতিটা ওয়েবসাইট এ ভিজিট করে কমেন্টে আকর্ষণীয় কিছু লিখে ব্যাকলিংক তৈরি করার চেষ্টা করুন।
ফোরাম পোস্টিং (forum posting): ফোরাম পোস্টিং সাইটের মাধ্যমে যেমন ব্যাকলিংক তৈরী করা যায় তেমনি অসংখ্য ভিজিটর পাওয়া যায়। ফোরাম পোস্টিং ওয়েবসাইটে কিসু মানুষ প্রশ্ন করে আবার কিসু মানুষ প্রশ্নোর উত্তর দেয়। একজন মানুষ একটি ফোরাম পোস্টিং ওয়েবসাইটে প্রশ্ন করলো “একটা মোবাইল নিয়ে” এখন আপনার ওয়েবসাইট মোবাইল নিয়ে পোস্ট রয়েসে আপনি আপনার লিংক তাকে দিতে পারেন। এভাবে আপনি হাই কোয়ালিটি ব্যাকলিংক তৈরী করতে পারবেন।
আশাকরি এই পোস্টটি আপনার ভালো লেগেছে। এই পোস্টটি ফলো করে backlink তৈরি করতে পারবেন খুব সহজে। ব্যাকলিংক তৈরির মাধ্যমে আপনার ওয়েবসাইটের র্যাঙ্কিং বৃদ্ধি পাবে এবং গুগল থেকে অসংখ ফ্রি ভিজিটর পাবেন।